ডেস্ক রিপোর্টার, ১৫ ডিসেম্বর।।
এটা কোন জায়গার রাস্তা? লংতরাই পাহাড়ের ভিতরের রাস্তা? নাকি স্মার্ট সিটির? দেখে বুঝা দুষ্কর। অবশ্যই আমাদের স্কিনে থাকা সচল ছবিটি তিলোত্তমা আগরতলার। যার পোশাকি নাম স্মার্ট সিটি। রাজ্য সরকার স্মার্ট সিটির জন্য হাজার কোটি টাকা ব্যয় করছেন। কিন্তু এখনও খানাখন্দে পরিণত শহরের প্রাণ কেন্দ্রে থাকা ধলেশ্বর পুরানো জেল রোড। গত এক বছর ধরেই চলছে রাস্তার কাজ। কিন্তু খুব মন্থর গতিতে। এই রাস্তা দিয়ে স্থানীয় লোকজনের চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে। যত্র তত্র রাস্তায় ফেঁসে যাচ্ছে যানবাহন। এই সড়কে প্রায় রোজ ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। এক চরম দুর্বিষহ অবস্থায় স্থানীয় লোকজন চলাফেরা করছে এই রাস্তা দিয়ে। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনে তাদের নিতে হবে চ্যাং দোলা করে।লোকজন তাদের প্রয়োজনে বাড়িঘর থেকে বের করতে পারছে না গাড়ি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
একই অভিযোগ করেছেন পথ চলতি মানুষ। তাদের পক্ষে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও রীতিমত মুস্কিল। বিগত এক বছরের ধরে শহরের পুরানো জেল রোডের মূল সড়ক খানাখন্দে পরিণত হলেও হেলদোল নেই আগরতলা পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের। তাদের নির্দেশের চলে স্মার্ট সিটির কাজ। কিন্তু মন্ত্রী – আমলা – নেতাদের চোখে পড়ছে না, সাধারণ মানুষের এই সমস্যাটি। নগরের মানুষের এই সমস্যা কি আদৌ দ্রুত নিরসন হবে? এই প্রশ্নের উত্তর দেবে কে?

