ডেস্ক রিপোর্টার,১৮ আগস্ট।।
ভোট কারচুপি ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে তপ্ত দেশের রাজনীতির অলিন্দ। গোটা দেশেই এটা এখন চর্চার বিষয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সারা দেশে প্রচার করছে কংগ্রেস নেতৃত্ব।ব্যতিক্রম নয় ত্রিপুরা। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়া করেন। তিনি বলেন, ভোট ময়দানে নির্বাচন কমিশন কিভাবে বিজেপিকে সাহায্য করছে, তার প্রমান তুলে ধরেছেন রাহুল গান্ধী। গোটা দেশের মানুষ তা দেখেছেন। এবং বুঝেছেন গোটা বিষয়টি।
আশীষ কুমার সাহার বক্তব্য নির্বাচন কমিশনের উচিত ছিলো বিষয়টি জনসাধারণের কাছে ভালো করে ব্যাখা করা। কিন্তু তারা তা না করে পাল্টা হুমকি দিচ্ছে রাহুল গান্ধীকে। আগামী সাতদিনের মধ্যে হলফ নামা জমা না দিলে রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।