ডেস্ক রিপোর্টার,২৩ জুলাই।।
গত এক বছর আগে অ্যাক্সিস ব্যাংকের আগরতলা শাখা থেকে গোল্ড দিয়ে ৯ লাখ ২৬০০ টাকা লোন নিয়েছিল রেশম বাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ। গত জুন মাসে লোনটি শেষ হয় । কিন্তু রানা দেবনাথের পিতৃ বিয়োগের কারণে তিনি লোন পরিশোধ করতে পারেন নি।
গত একসপ্তাহ আগে রানা ব্যাংকে আসলে ব্যাংকের কর্মচারীরা তাদের সাথে তালবাহানা করছি বলে অভিযোগ। রানা দেবনাথ সব টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতির পরও ব্যাংক কর্তপক্ষ গয়না ফিরিয়ে দিতে রাজি হয় নি। শেষ পর্যন্ত বুধবার রানা দেবনাথ ব্যাংকের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং সংবাদ মাধ্যমের সামনে গোটা বিষয়টি খোলে বলেন। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের টনক নড়ে। ব্যাঙ্ক ম্যানাজার লিখিত দেন বৃহস্পতিবার তিনি রানা দেবনাথকে গয়না ফিরিয়ে দেবেন।