এবারেই প্রথমবারের মতো পূজা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ইউনূস সরকার। ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট-ঢাকায় চলাচল করবে বিশেষ ট্রেন। এবারে ৩৩ হাজার মন্ডপে দুর্গা পূজা উদযাপন হবে। প্রতি মন্ডপে ৫০০ কেজি চাল ছাড়াও দেশজুড়ে পূজা আয়োজনে ৫ কোটি বরাদ্দ দিয়েছে ইউনূস সরকার।
*ঢাকা থেকে সমীরণ রায়* _______________________
বাংলাদেশে যে কোনো উৎসব মানেই সার্বজনীন। জমকালো আয়োজনে রবিবার থেকে শুরু হবে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর ঢাকা মেতেছে শারদীয় উৎসবে, থাকছে লম্বা ছুটি এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা। এবারেই প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ইউনূস সরকার। ঢাকার বাতাসের এখন উৎসবের আমেজ। সেই সঙ্গে এবারে মিলছে লম্বা ছুটি। এবারেই প্রথমবারের মতো পূজা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ইউনূস সরকার। ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট-ঢাকায় চলাচল করবে বিশেষ ট্রেন। এবারে ৩৩ হাজার মন্ডপে দুর্গা পূজা উদযাপন হবে। প্রতি মন্ডপে ৫০০ কেজি চাল ছাড়াও দেশজুড়ে পূজা আয়োজনে ৫ কোটি বরাদ্দ দিয়েছে ইউনূস সরকার। দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এসময় পূজা আয়োজনের নানা বিষয় আলোচনার পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার কথাও জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে হলে ৩৬৫ দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে।
প্রতিমা তৈরির সময় মন্দিরে হিন্দুদের উপর হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব’ ছড়ানো হয়েছে।
শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আসেন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, প্রতিমা তৈরির সময় মন্দিরে হিন্দুদের উপর হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব’ ছড়ানো হয়েছে। তিনি জানান, সর্বশেষ গঙ্গাচড়ার ঘটনাসহ এমন ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ‘উচ্চ পর্যায়ের বৈঠকে’ তুলে ধরা হয়েছে।
প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা সংঘটিত হওয়ার পর দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার কঠোর অবস্থানে থাকবে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা সংঘটিত হওয়ার পর দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে কোনো ঘটনা শোনার পর সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ছুটে যাচ্ছে অকুস্থলে। এবং প্রশাসনের পাশে দাঁড়াচ্ছে।
ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। সে হিসেবে মহানগরে ৭টি পূজা বেড়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। সে হিসেবে মহানগরে ৭টি পূজা বেড়েছে। সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ৩১ হাজার ৪৬১টি পূজার আয়োজন করা হয়েছিল। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। শনিবার দুর্গাপূজার বোধন। রবিবার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী। দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। ওইদিন বিকাল ৩টায় ঢাকাসহ সারা দেশে বিজয়ার শোভাযাত্রা শুরু এবং সন্ধ্যার আগেই তা শেষ হবে।