আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একজন আসতে পারেননি। বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় এখন বল আইসিসির কোর্টে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি শিগগিরই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ঢাকা, ১৭ জানুয়ারি।।
            নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে শনিবার ঢাকায় আসা আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।
বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি এই সফরকে ‘বরফ গলানোর’ চেষ্টা হিসেবে দেখলেও বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো সম্ভব নয়।
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংকটের শুরু হয় সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিলে দুই দেশের ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
আইসিসি চায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলা হোক, কারণ তাদের যুক্তি অনুযায়ী ভেন্যু ও লজিস্টিক প্রস্তুতি প্রায় শেষ।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একজন আসতে পারেননি। বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় এখন বল আইসিসির কোর্টে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি শিগগিরই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *