গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের শিশুকে ধর্ষণ ও মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ঘটনায় ইসকনের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। দাবী আন্দোলনকারীদের।

                  #ঢাকা থেকে সমীরণ রায়#

                  _______________________

হত্যা, অপহরণ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশেবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিভিন্ন এলাকার মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা।
ঢাকার জাতীয় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন। এ সমাবেশে সংগঠনটির নেতারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে–গাজীপুরে শিশু ধর্ষণের ঘটনা ঘিরে পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভুক্তভোগীর প্রতি দোষারোপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের শিশুকে ধর্ষণ ও মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ঘটনায় ইসকনের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। আমরা এসব ঘটনার দ্রুত বিচার দাবি করছি।
জুমার নামাজের পর ঢাকার কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।


একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর, আসাদ গেট ও জিগাতলায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী ডাকবাংলো চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম।
গাজীপুরের কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রংপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, সিলেট, গাজীপুরের টঙ্গী, নীলফামারীর সৈয়দপুর, ভোলার চরফ্যাসন ও মানিকছড়ির খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *