ডেস্ক রিপোর্টার,১৪ মার্চ।।
                         শেখ হাসিনা কি বাংলাদেশে আর ফিরতে পারবেন? সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে।কারণ শেখ হাসিনার  সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস মিয়ার নির্দেশেই বাংলাদেশের আদালতের এই নির্দেশ। শুধু শেখ হাসিনা নয়। তাঁর পরিবারের বাদবাকি সদস্যদের বিরুদ্ধেও আদালত একই নির্দেশ বহাল রেখেছে।
                            শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। ইতিমধ্যে  সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার মোট  ১২৪ টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আদালতের নির্দেশে।
              ইউনূস মিয়ার রোষানল থেকে ছাড় পান নি
হাসিনার বোন রেহানার মেয়ে  টিউলিপ সিদ্দিক। তার উপরও আরোপ করা হল বিধি নিষেধ। টিউলিপ সিদ্দিকীর ঢাকার গুলশানের  ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। ধানমন্ডিতে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের বাসভবন সুধা সদনও ক্রোক করেছে আদালতের নির্দেশে।
                 বাংলাদেশের উপদেষ্টা সরকারের এই নিষ্ঠুর মনোভাব থেকে স্পষ্ট তারা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সমস্ত পথ বন্ধ করে দিচ্ছে। শেখ পরিবারের অস্তিত্ব চিরতরে মুছে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছে সপে দিতে চাইছে ইউনূস।কারণ বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হয়ে গিয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠন সহ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক আর্মির মৃগয়া ক্ষেত্র হয়ে ওঠেছে।

#Bangladesh #Sheikh#Hasina#Yunus#JM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *