ঢাকা ডেস্ক, ১৯ জুলাই।।
              বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ক্ষেত্র গোপালগঞ্জ এখনো থমথমে।জারি হয়েছে কারফিউ। তার মধ্যে শনিবার আরো একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দেওয়া, গাছ ফেলে পুলিশের গাড়ি আটকে দেওয়া, গাড়িতে অগ্নি সংযোগ সহ নানান অপরাধের ভিত্তিতে নতুন মামলা সংযোজন করা হয়। এখন পর্যন্ত মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের সংখ্যা ৩০০৮ জন।গ্রেফতার করা ৩০৬ জনকে। এখনও জেলার বিভিন্ন জায়গাতে তল্লাশি জারি রেখেছে বাংলাদেশ পুলিশ।
      প্রসঙ্গত, গত বুধবার জাতীয় নাগরিক পার্টি সমাবেশ স্থলে সংঘর্ষ কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোপালগঞ্জ। এই ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের। রেশ চলছে এখনো।  বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপিরও সংঘর্ষ হয়েছে। এই ঘটনা শনিবার কক্সবাজারে। নাগরিক পার্টির মঞ্চ ভেঙ্গে দেয় বিএনপির সমর্থকরা। এই ঘটনা কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে গোটা কক্সবাজার অঞ্চলে।
        
             


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *