নরসিংদীর পুলিশ জানিয়েছে, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা কাজের সূত্রে
নরসিংদী শহরে আসেন । সে পেশায় গাড়ি মেকানিক। নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন চঞ্চল।

ঢাকা ডেস্ক,২৫ ফেব্রুয়ারি।।
             বাংলাদেশের নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে  খুন করা হলো এক হিন্দু যুবককে। তার নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নিহত চঞ্চল নরসিংদী শহরের একটু গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন। স্থানীয় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই।
নরসিংদীর পুলিশ জানিয়েছে, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা কাজের সূত্রে
নরসিংদী শহরে আসেন । সে পেশায় গাড়ি মেকানিক। নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন চঞ্চল।

দোকানের শাটারে জ্বলছে আগুন, সিসি টিভির ফুটেজ।

স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো কাজ সেরে শুক্র বার রাতে ক্লান্ত শরীরে একটি দোকানের ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী এই দোকানের সামনে আসে। দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভিতরে মজুত ছিলো পেট্রোল – মবিল। স্বাভাবিক ভাবেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এবং দোকানে ঘুমিয়ে থাকা চাঞ্চল বাঁচার চেষ্টার আগেই আগুনের গ্রাসে অঙ্গার হয়ে যায়।


স্থানীয়দের বক্তব্য, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  অপরাধ চঞ্চল একজন হিন্দু। তদন্তকারী পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আধারে কয়েকজন যুবক এসে দোকানের শাটারের ভিতর আগুন ধরিয়ে দেয়।
    নরসিংদী সদর মডেল থানার ওসির আর এম আল মামুন জানিয়েছেন, এই ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে সক্রিয় ভাবে।”
                  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *