ঢাকা ডেস্ক,২৭ জুলাই।।
আগামী সাত দিনের মধ্যেই ঘোষনা হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন।শনিবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এমনটাই দাবি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম।
অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মো : ইউনূস স্পষ্টভাবে বলেছেন, “তিনি আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের সময়সীমা এবং তারিখ ঘোষণা করা হবে।বাংলাদেশে যে অরাজকতা চলছে তার এক মাত্র সমাধান সাধারন নির্বাচন”।
বৈঠকে ইউনূস বলেছেন, কিছু অশুভ শক্তি নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। সম্মিলিত ভাবে এই অপচেষ্টাকে রুখতে ‘ফ্যাসিবাদবিরোধী’ সমস্ত শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।ওই বৈঠকে তিনি সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একটি ‘সুন্দর নির্বাচন’ পরিচালনার জন্য।
