ডেস্ক রিপোর্টার, ১জুলাই।।
শেষ পর্যন্ত সাধারণ নির্বাচনে যেতে রাজি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস । আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। এমনই ইঙ্গিত দিয়েছে ঢাকা। সোমবার বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক সহ বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে মোঃ ইউনুস ফোনে বিস্তারিত আলোচনা করেছেন আমেরিকার বিদেশ সচিবমার্কো রুবিওকের সঙ্গে।
আগামী বছরে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে পুলিশ বাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে ইউনুস সরকার। সোমবার ঢাকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই দেশটির পুলিশ বাহিনীকে ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে বাংলাদেশের পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুইটি মহড়া দেওয়ার কথা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আগামী সেপ্টেম্বরেই হবে প্রথম মহড়া, দ্বিতীয়টি হবে নির্বাচনের আগে।