ডেস্ক রিপোর্টার,২৭মার্চ।।

                        ইউনূস কি বাংলাদেশ ধরে রাখতে পারবেন? ক্রমশ গভীর হচ্ছে  মিলিয়ন টাকার এই প্রশ্ন। তাই এক অজানা আতঙ্কের প্রহর গুনছেন ইউনূস সহ তার বাদবাকি উপদেষ্টারা।শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর ইউনূসের প্রথম বাধা ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার।তাঁর বক্তব্য ছিল,  “মহম্মদ ইউনূসের নামে মামলা রয়েছে। তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি। একজন সাজা প্রাপ্ত ব্যক্তি কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন?” কিন্তু নানান চাপের মুখে সেনা প্রধান জেনারেল ওয়াকারের বক্তব্য ধূপে টেকে নি। শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে বসেছেন দোষী সাব্যস্ত ইউনূস মিয়া।

ইউনূসের উপদেষ্টা সরকারের জামানায় বাংলাদেশ অধঃ পতনে গিয়েছে। খুন, গণ ধর্ষণ, অগ্নিসংযোগ, হামলা, লুঠপাট, তোলা বাণিজ্য সর্ব ক্ষেত্রে ধংসের মুখে বাংলাদেশ। গোটা বিশ্বের কাছে বাংলাদেশে অবস্থা এখন করুন। তার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়েছে বাংলাদেশে।পাকিস্তানের পর বাংলাদেশ এখন আন্তর্জাতিক জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল।ঢাকার রাজপথে উড়ছে বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন আল কায়েদার পতাকা।আছে বাংলাদেশের স্থানীয় মৌলবাদী জঙ্গি সংগঠন গুলি।

      বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়েছে। দেশটিতে চলছে অঘোষিত দূর্ভিক্ষ। এই পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত অংশের মানুষ ইউনূস আর গদিতে দেখতে চাইছে না। তারা পুনরায় চাইছে শেখ হাসিনাকে। বাংলাদেশের এই সঙ্কট মুহূর্তে শক্ত হাতে ব্যাটন ধরতে চলছে দেশের সেনাবাহিনী। পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যেকোনো সময় ইউনূসকে গদি থেকে সরিয়ে দিয়ে গোটা দেশে শুরু হতে পারে সেনা শাসন!

।ঢাকার রাজপথ সেনার দখলে।

ইতিমধ্যেই সেনা বাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল, আটজন মেজর জেনারেল, কম্যান্ডার সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তাতে অবশ্যই চাপে পড়ে যান প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস। সেনা সদর দপ্তরে বৈঠকের পর থেকে ঢাকার রাজপথে ভিড় বাড়তে থাকে সেনার। জরুরি তলবে প্ল্যাটুন প্ল্যাটুন সেনা জওয়ানদের মোতায়েন করা হয়। পুরোপুরি ভাবে ঢাকা দখলের জন্য সেনার নবম ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই ভাবে প্রতিটি জেলা দখলের সেনার বিভিন্ন ডিভিশনকে দায়িত্ব দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার।

            হঠাৎ করে গোটা দেশে সেনার এই তৎপরতা দেখে আতকে উঠছে ইউনূসের লোকজন। তারা বিলক্ষণ বুঝে গিয়েছে দিন ফুরিয়ে আসছে।দেশের এই পরিস্থিতি কেউ মেনে নিতে পারছে না। তাই বাংলাদেশের মানুষকে ভাল রাখতে সেনা বাহিনীই এখন অগ্রণী ভূমিকা নিতে চলছে।এবং সেনার মূল টার্গেট ইউনূসকে গদি চ্যুত করা।

#tripura #bangladesh # army #yunus #general #walker#jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *