ডেস্ক রিপোর্টার,১৫ ডিসেম্বর।।
এক অভিনব উদ্যোগ নিয়েছেন আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর অভিষেক দত্ত। সরকারি সহায়তা নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে
আয়ুষ্মান আরোগ্য মন্দির করার পরিকল্পনা নিয়েছেন তিনি। কর্পোরেটরের এই উদ্যোগকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার। সোমবার এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভূমি পূজন হয়। এই অনুষ্ঠানে জেলা শাসক বিশাল কুমার বলেন, ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই আয়ুষ্মান আরোগ্য মন্দির। তিনি বলেন, এই প্রজেক্টকে সফল করতে কর্পোরেটর অভিষেক দত্ত দ্বিগুণ বরাদ্দ করিয়েছেন সরকার থেকে। বিশাল কুমারের বক্তব্য, স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পাঁচ গুন টাকা বরাদ্দ করতেও রাজি রাজ্য সরকার।
ওঅনুষ্ঠানে উপস্থিত কর্পোরেটর অভিষেক দত্ত এই প্রজেক্টের জন্য ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক বিশাল কুমারকে। নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে আয়ুষ্মান আরোগ্য মন্দির হওয়ার সুবাদে উপকৃত হবেন গোটা রামনগর অঞ্চলের মানুষ।

