ডেস্ক রিপোর্টার,৩০অক্টোবর।।
প্রত্যাশিত ভাবেই শনিবার সন্ধ্যায় ঘোষণা হলো শাসক দল বিজেপি’র নিগম ভোটের প্রার্থীর তালিকা। বিজেপি’র সদর কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে প্রার্থীর তালিকা প্রকাশ করেন রাজ্য সভাপতি মানিক সাহা।সঙ্গে ছিলেন প্রভারী বিনোদ শোনকর।শাসক দল বিজেপি ৫১টি আসনেই প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।
