
ডেস্ক রিপোর্টার, ১৯ জুলাই।।
দক্ষিণ জেলার বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে রাষ্ট্রপতির দরবারে নালিশ। নালিশ পৌঁছেছে
প্রধানমন্ত্রীর দপ্তরে।নালিশের প্রতিলিপি
গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও।নালিশ জানিয়েছে বিলোনিয়া কন্ট্রাকটর অ্যাসোসিয়েশন।গুন্ডারা ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায় করেছে পাঁচ কোটি টাকা।তোলা বাজরা হলো নকুল দাস,বিশ্বজিৎ মিত্র, রাজীব দত্ত,রাজু নাথ, সঞ্জু নমঃ, বাদল ভৌমিক,রাজু বৈদ্য, রাজীব পাল।নালিশ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক তনয় সাহা।