ডেস্ক রিপোর্টার,১৪ সেপ্টেম্বর।।
শারদ উৎসরের উপহার পেলেন সন্তোষ তনয়া সুস্মিতা দেব।এই উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সুস্মিতা দেবকে রাজ্য সভার সাংসদ করেছে তৃণমূল।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে টুইটও করা হয়েছে।

Latest News, Bengali News, Bangla News, বাংলা খবর, দেশের খবর, রাজ্যের খবর
ডেস্ক রিপোর্টার,১৪ সেপ্টেম্বর।।
শারদ উৎসরের উপহার পেলেন সন্তোষ তনয়া সুস্মিতা দেব।এই উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সুস্মিতা দেবকে রাজ্য সভার সাংসদ করেছে তৃণমূল।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে টুইটও করা হয়েছে।
আগে ভোটার কার্ডের adressটা change করিয়ে নিয়ে তারপরে MPর টিকেট দিত তাহলে ভালো হতো। ওনার বাবাও অসমের লোক হয়ে ত্রিপুরা রাজ্য থেকে MP হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ছিলেন, কিন্তু তারপর ত্রিপুরা রাজ্যের জন্য কিছু ই করেনি। সাবধান বাংলার জনগণ একই খেলা হবে। দিদি খুবই ভালো খেলতে পারে সবাই জানে।