।বিলোনিয়াতে বিজেপির তলাবাজ নেতৃত্ব।

ডেস্ক রিপোর্টার, ২০ জুলাই।।
           বিলোনিয়াতে শুরু ঠিকাদারদের দমন – পীড়ন।আগ্নেয়াস্ত্রের মুখে দেওয়া হচ্ছে হুমকী।রাষ্ট্রপতির কাছে তোলাবাজ নেতাদের সম্পর্কে দেওয়া চিঠির ইস্যুতে ঠিকাদারদের মুচলেকা দিতে চাপ।ঠিকাদারদের পাল্টা সাংবাদিক বৈঠক করার হুলিয়া জারি করেছে বিজেপির তোলাবাজ নেতারা।

।।তোলাবাজ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠি।।

অভিযুক্ত সিকি – আধুলি নেতারা হলো রাজু নাথ, সাধারন সম্পাদক,দক্ষিণ জেলা।সঞ্জু নমঃ, সহ-সভাপতি, যুব মোর্চা, দক্ষিণ জেলা।রাজীব বৈদ্য,মণ্ডল সভাপতি, ঋষ্যমুখ মণ্ডল।বাদল ভৌমিক,সহ-সভাপতি, ঋষ্যমুখ মণ্ডল। নকুল পাল,সাধারণ সম্পাদক,ঋষ্যমুখ মণ্ডল।
বিশ্বজিৎ মিত্র,সম্পাদক,ঋষ্যমুখ মণ্ডল। রাজীব পাল,সম্পাদক,ঋষ্যমুখ মণ্ডল। রাজীব দত্ত,বুথ সভাপতি।সুব্রত সরকার, তিনি বিজেপি কর্মী।


আতঙ্কিত ঠিকাদাররা “জনতার মশাল”র সংবাদ ভবনে ফোন করে এই সংবাদ জানিয়েছেন। ঠিকাদাররা তোলাবাজ নেতাদের ভয়ে পুলিশের কাছেও যাওয়ার সাহস করছেন না। কারণ পুলিশ তোলাবাজ নেতাদের টেনে দেওয়া লক্ষণ রেখার মধ্যে থেকেই কাজ করে থাকে।


তাই পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না  নির্যাতিত ঠিকাদাররা। তোলাবাজ নেতাদের দিক থেকে অভিযোগের তীর এবং তাদের পাপ মোচনের জন্য পাল্টা নিরীহ ঠিকাদারদের ঢাল করছে সমাজদ্রোহীরা।…আসছে বিস্তারিত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *