ডেস্ক রিপোর্টার,৭ মে।।
পাকিস্তান বধে হামলা শুরু ভারতীয় সেনার। মঙ্গলবার মধ্য রাতে ভারতীয় সেনার “অপারেশন সিঁদুর” আঁচড়ে পারলো পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুলিতে। ভারতীয় বায়ু সেনার বিমান পাক সীমান্তে ঢুকে জঙ্গি সংগঠন লস্কর-হিজবুল-জইশের ঘাঁটিতে হামলা চালায়। একের পর এক ধ্বংস করে দেয় জঙ্গিদের ঘাঁটি। দুর্মষ করে দিয়েছে জঙ্গিদের হেড কোয়ার্টার। ভারতের এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করেছে ইসলামাবাদ। আগামী ৪৮ ঘণ্টার জন্য লাহৌর-শিয়ালকোট বিমানবন্দর বন্ধ রাখার ঘোষনা দিয়েছে পাকিস্তান। জরুরি অবস্থা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে।

এদিকে ভারতের ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর সহ পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরগুলিতেও বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগ্রাম হামলার প্রতিশোধ নিতেই ভারতীয় সেনার “অপরেশন সিঁদুর”। বলা যায় প্রাথমিক ভাবে বদলার প্রথম ধাপ সম্পন্ন করেছে ভারত।

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের কথা স্বীকার করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজের X হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সেনার সফল এয়ারস্ট্রাইক নিয়েই লিখেছিলেন ভারত মাতা কি জয়।
#India #Pakistan #pok #airstrick #JM