ডেস্ক রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি।।
                     রাজ্যের যুবকদের মধ্যে আরো বেশি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন কর্পোরেশনের জন্য ১৫ জন হেড ক্লার্ক নিয়োগ করা হবে। কর্পোরেশনের জন্যই অডিটর ইনভেস্টিগেটর ও স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর পদে ৩০ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
                নিয়োগ  করা হবে সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে। এই দপ্তরে আইসিডিএস সুপারভাইজার পদে ৩৪ জনকে নিয়োগ করা হবে সঙ্গে থাকবে একটি সিডিপিও পোস্ট। স্বাস্থ্য দপ্তরের ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।সঙ্গে দুইটি বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট। অর্থ দপ্তরে ১৪০টি অডিটর পদে নিয়োগ করা হবে। বনদপ্তরে ফরেস্টার পদে ১০৪ টি পোস্টেও নিয়োগ হবে।সঙ্গে দুইটি ইউডিসি পোস্ট। পর্যটন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তিনজনকে। তাছাড়া ডিরেক্টর অফ বায়ো টেকনোলজিতে একটি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
                   আর কিছুদিন পরই আসছে বাংলা নতুন বছর। নতুন বছরের প্রাক লগ্নে রাজ্য সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে বেকারদের মনে হাসি ফোটাবে। এর আগেও বিজেপি সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছে। সরকারের দাবি,  স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েই নিয়োগ করা হয়েছে।এবারও একই ভাবে স্বচ্ছতাকে মান্যতা দিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাতে চাকরিতে স্থান পাবে যোগ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *