ডেস্ক রিপোর্টার, ১১মার্চ।।
ঊনকোটি জেলা কংগ্রেসে বড় ভাঙন। ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার ছায়া সঙ্গী বদরুজ্জামান কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।মঙ্গলবার রাতে খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বদরুজ্জামানকে বিজেপিতে বরণ করে নেন।সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।

সূত্রের খবর, আগামী দিনে কৈলাসহরের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিত সিনহাও যোগ দিতে পারেন বিজেপিতে।রাজনীতিকরা বলেন, অনেক আগে থেকেই বীরজিত বিজেপিতে আসার রাস্তা প্রশস্ত করছেন। তার ভাব শিষ্য সম্রাটকে প্রথমে বিজেপিতে পুশ করেছিলেন।এখন রাইটহ্যান্ড বদরুজ্জামানকে। এরপরেই খোদ বীরজিৎ যোগ দেবেন পদ্ম শিবিরে।