ডেস্ক রিপোর্টার, ৬ ডিসেম্বর।।
ফের বুলেটের শব্দে কেঁপে উঠলো সীমান্ত মহকুমা গণ্ডাছড়া। জমির পাট্টা সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে এক ব্যক্তি গুলি করে তার প্রতিবেশীকে। আহত ব্যক্তির নাম মিলিজয় রিয়াং। অভিযুক্ত ব্যাক্তির নাম দশরথ রিয়াং। ঘটনাস্থল গণ্ডাছড়ার বাজিলা পাড়ায়। ঘটনার পর রক্তাক্ত মিলিজয় রিয়াংকে নিয়ে যাওয়া হয় গণ্ডাছড়া হাসপতালে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।দশরথ রিয়াং তার নিজের হাতের তৈরি দেশি বন্দুক দিয়েই প্রতিবেশী মিলিজয়ের মাথায় গুলি করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দশরথ রিয়াং। তদন্ত শুরু করেছে গণ্ডাছড়া থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরানো একটি জমি সংক্রান্ত বিবাধ কেন্দ্র করে দশরথ ও মিলিজয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এক সময় পরিস্হিতি উত্তপ্ত হলে দশরথ তার ঘর থেকে দেশি বন্দুক এনে মিলিজয় রিয়াংয়ের মাথা লক্ষ্য করে বুলেট ছুঁড়ে। সঙ্গে সঙ্গেই মিলিজয় ঘটনাস্থলে ছুটে পড়ে। উপস্থিত লোকজন তাকে নিয়ে যায় গন্ডাছড়া হাসপাতাল। সেখান থেকে তাকে রেফার করা হয় জিবিতে।বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে, গন্ডাছড়া থানার পুলিশ। থানায় একটি মামলা দায়ের করে শুরু করেছে তদন্ত। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দশরথ। তাকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করেছে পুলিশ।

