ডেস্ক রিপোর্টার,২০ জুলাই।।
রাজধানীতে মাদক সিন্ডিকেটের গ্যাং ওয়ার।শনিবার রাতে গ্যাং-ওয়ারে বলি মাদক কারবারী নির্মল শীল। তার বাড়ী বামুটিয়া।আমতলী বাইপাস সংলগ্ন মহেশখলাতে তাকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা।ঘটনার সময় বাইকে ছিলো নির্মল শীল। পুলিশ তার বাইকটিও(TR 01 A- A7270) উদ্ধার করেছে ।গত দুইদিন আগে নির্মল শীল জেল থেকে ছাড়া পেয়েছিলো।এই মুহূর্তে নির্মল শীলের মৃতদেহ আছে হাঁপানিয়া টিএমসি মর্গে। বামুটিয়া থেকে মাদক ব্যবসায়ী নির্মল কেন এসেছিল মহেশখলা বাইপাস সড়কে?ঘটনার রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।প্রশ্ন উঠছে রাতের বাইপাসের নিরাপত্তা নিয়ে।আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস সড়কটি চারটি থানার অধীনে থাকে। পূর্ব থানা, আমতলী থানা, শ্রীনগর থানা ও বোধজং নগর থানার পুরাতন আগরতলার পুলিশ ফাঁড়ি।তারপরও রাতের আঁধারে বাইপাস সড়কের বুক চিড়ে চলাচল করে মাদক দ্রব্য বোঝাই যানবাহনগুলি। কারবারীরাও নিরাপদে এই রুট ধরেই বিলাস বহুল গাড়ি নিয়ে আসা – যাওয়া করে।এবং তাদের মাদকের চালান নিয়ে যায় গোপন ডেরায়।
