ডেস্ক রিপোর্টার, ১৯ আগস্ট।।
ফের কি বিজেপি ছাড়ছেন রাজ্য রাজনীতির সাইবেরিয়ান পাখি হিসাবে পরিচিতি সুবল ভৌমিক? মঙ্গলবার সাত সকালে তিনি নিজেই উস্কে দিলেন এই বিতর্ক। সকালে সুবল ভৌমিক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তাতে প্রথমে হাত জোড় করে নমস্কার করার “প্রতীক”, তারপর ডট ডট। শেষে আবার নমস্কার। হঠাৎ করে সুবল ভৌমিক কেন হাত জোড় করলেন? শাসক দলের লোকজনের বক্তব্য, হয় তো বা তিনি আবার বিজেপি ছাড়বেন। তাই বিদায় নেওয়ার আগে এমন আভাস দিলেন তিনি। এই মুহূর্তে কেন বিজেপি ছাড়বেন সুবল?

বিজেপির অন্দরের বক্তব্য, শহরের নতুন উড়াল ব্রিজ নির্মাণ নিয়ে শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া। এই টেন্ডার ধরার জন্য বিজেপির বহু নেতা – নেত্রী দৌড়ঝাঁপ করছেন। আভিযোগ, তাদের মধ্যে একজন সুবল ভৌমিক। হয় তো বা এবার নতুন উড়াল ব্রিজের টেন্ডার নিজের পছন্দের নির্মাণ সংস্থাকে বরাত পাইয়ে দিতে ব্যার্থ সুবল। এই দুঃখেই তিনি নাকি বিজেপি ছেড়ে দেওয়ার সংকল্প করেছেন। তাই দল ছাড়ার আগে সবাইকে নমস্কার জানিয়ে প্রতীকী বিদায় নিলেন সুবল। অবশ্যই রাজ্য রাজনীতির সাইবেরিয়ান পাখি সুবল ভৌমিক নমস্কারের সিম্বল সমেত তাঁর ফেসবুকে পোস্টটি কিছুক্ষণ পর মুছে দেন। ততক্ষণে নেতা সুবল ভৌমিকের পোস্ট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।