ডেস্ক রিপোর্টার,১২ ডিসেম্বর।।
ট্যুরিজম প্রোমো ফেস্টে শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে চরম অব্যবস্থা। মাঠে আসা জুবিন ভক্তদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ। আহত হয়েছেন জুবিন নাইট দেখতে আসা বেশ কিছু লোকজন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আইজিএম হাসপতালে। স্বামী বিবেকানন্দ ময়দানের লোকের ধারণ ক্ষমতা ২০ হাজার। কিন্তু পর্যটন নিগম পাস দিয়েছে ৪০ হাজার। স্বাভাবিক মাঠে পা রাখার জায়গা নেই। তাই সংঘর্ষ বেঁধেছে পুলিশ ও জুবিন নাইট দেখতে আসা লোকজনের মধ্যে। অনুষ্ঠান সফল করতে মাঠে নেমেছেন খোদ রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ।ঘটনা শুক্রবার রাতে।

