ডেস্ক রিপোর্টার,১৩ নভেম্বর।।
খুব শীঘ্রই ত্রিপুরায় শুরু হবে এসআইআর (SIR)।ভিত্তি বছর ২০০৫ সাল।ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এসআইআর- র জন্য করা হবে হেল্প ডেস্ক।
এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে ভোটারদের
চার ভাগ বিভক্ত করা হয়েছে।ভাগ গুলি হলো এবিসিডি।২০০৫ সালের ভোটার তালিকা
নাম থাকা ভোটাররা “এ” বিভাগে।২০০৫- র পর ভোটার তালিকায় যাদের নাম থাকবে নেই, তারা থাকবে “বি” বিভাগে।২০০৫- র পর ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, বা যাদের মা – বাবার নামও নেই তালিকায়,তারা থাকবে “সি” বিভাগে। ” ডি” বিভাগে থাকবে গৃহবধূরা।যাদের বিয়ের পর এখনও স্বামীর ঠিকানা অনুযায়ী ভোটার তালিকায় নাম উঠে নি। খবর নির্বাচন কমিশন সূত্রের।

