ডেস্ক রিপোর্টার, ২৫ অগাষ্ট।।
রাজ্যের এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য দেশের নির্বাচন কমিশন ও রাজ্যের নির্বাচন দপ্তরকে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ব্যঞ্চ এই রায় ঘোষনা করেছেন। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পর কি সিদ্ধান্ত নেয়। দীর্ঘ দিন ধরেই এডিসি এলাকায় বন্ধ ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে রাজ্যের শাসক জোট তিপ্রামথা মামলা দায়ের করেছিলো ত্রিপুরা হাইকোর্টে। ত্রিপুরা উচ্চ আদালত জানিয়েছিল, ২৪- র ডিসেম্বরের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করার জন্য।অবশ্যই এরপর নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর ও রাজ্য সরকারকে ভিলেজ নির্বাচন নিয়ে উদ্যোগ নিতে দেখা যায় নি। জানা যায়, এই ইস্যুতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের যাওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। তবে এর আগেই ভিলেজ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর।
