ডেস্ক রিপোর্টার,১০ নভেম্বর।।
         ভয়াবহ জঙ্গি হামলা দেশের রাজধানী দিল্লিতে। সোমবার রাতে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।বিস্ফোরণের জেরে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে আগুণ ধরে যায়। এখন পর্যন্ত খবর অনুযায়ী, বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। চলছে আহতদের উদ্ধার কার্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূল ঘটনা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে। পর পর বিস্ফোরণের পর রাস্তায় থাকা গাড়ি গুলিতে আগুণ ধরে যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ্ফোরক থাকার কারনে আগুণ মুহুর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে থাকা কাচের দরজা – জানালা ফেঁটে যায়। বহু মানুষে হাত – পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর আতঙ্ক বিরাজ করেছে স্থানীয় লোকজনের মনে। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কাশ্মীর পুলিশ ফরিদাবাদ এক ভাড়া বাড়ি থেকে প্রচুর পরিমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরকের পরিমাণ ছিলো ৩৬০ কেজি।
        ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশ, এনএসজি, এনআইএ সহ দেশের গোয়েন্দা এজেন্সিগুলি। রাজধানীর নিরাপত্তার জাল ছিদ্র করে কীভাবে, কারা এই নাশকতা সংঘটিত করেছে? তা খতিয়ে দেখছে দেশের তদন্তকারী সংস্থাগুলি। গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রিয় তদন্তকারী সংস্থাগুলিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *