ডেস্ক রিপোর্টার ,২৭ অগাষ্ট।।
গনেশ পূজার প্রাক লগ্নে আমতলী থানার উত্তর মধ্য পাড়ার এক বাড়ি থেকে উদ্ধার চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন। পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে। তার নাম দীপঙ্কর সেন। ঘটনা মঙ্গলবার রাতে।জানিয়েছেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক। পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গত একমাস আগে আমতলী থানার পৃথক একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে দীপঙ্কর সেন আদালত থেকে জামিনে মুক্তি পায়।
