ডেস্ক রিপোর্টার ,২৭ অগাষ্ট।।
গনেশ পূজার প্রাক লগ্নে আমতলী থানার উত্তর মধ্য পাড়ার এক বাড়ি থেকে উদ্ধার চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন। বাড়ির মালিকের নাম দীপঙ্কর সেন। ঘটনা মঙ্গলবার রাতে।জানিয়েছেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক। ২০২৩ সালের পৃথক একটি অস্ত্র মামলায় জেল খাটছে দীপঙ্কর সেন। এই অবস্থায় পুলিশ জানতে পারে তার বাড়িতে আবার অস্ত্র মজুত করা হয়েছে। গোয়েন্দার খবরের ভিত্তিতে রাতে দীপঙ্কর সেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযান চলাকালে তার বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্রের চালান।

দীপঙ্কর সেনের অনুপস্থিতিতে তার বাড়িতে কে বা কারা অস্ত্র মজুত করেছে? নাকি জেলে বসেই দীপঙ্কর পরিচালনা করছে অস্ত্র কারবার? এর আগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া দীপঙ্কর সেন জানিয়েছিল, সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। নাগাল্যান্ড থেকে অস্ত্র আমদানি করে। এই অস্ত্র পাচার করে বাংলদেশে। গত দুই বছর আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পুলিশ দুইটি পিস্তল সহ তাকে গ্রেফতার করেছিল। একটি আমেরিকার ও অপরটি চিনের তৈরি।