ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
পশ্চিম বাংলার ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জীর কালো টাকার রাজ্যে চলছে রমরমা কাপড়ের ব্যবসা!

শহরের কর্নেল চৌমুহনি থেকে অ্যাডভাইজার চৌমুহনি যাওয়ার রাস্তায় বাংলার এসএসসি নিয়োগের টাকায় মাথা তুলে দাঁড়িয়েছে “সাহা টেক্সটাইল”। আগে শহরের জগন্নাথ বাড়ি রোডে ছিলো সাহা টেক্সটাইলের শো-রুম। যার মালিক কান্তি লাল সাহা।

ইডি হানা দিয়েছিল সাহা টেক্সটাইলের কলকাতার শো- রুমে।অথচ আগরতলায় কালো ধন ছড়িয়ে ছিটিয়ে নির্দ্ধিধায় ব্যবসা করছে সাহা টেক্সটাইলের মালিক কান্তি লাল সাহা। কোথায় রাজ্যের পুলিশ – স্বপ্নের(!)ক্রাইম ব্রাঞ্চ? (আসছে বিস্তারিত… )