ডেস্ক রিপোর্টার,২১ অক্টোবর।।
ভোট দেওয়ার বয়স হয়নি এখনও। অথচ ১৪ বছরের বৈভব সূর্যবংশী নেমে পড়লেন বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে। কোনও রাজনৈতিক দলের হয়ে অবশ্য নয়। তরুণদের ভোটদানে সচেতন করতে সূর্যবংশীকে ব্যবহার করছেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
সোমবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সমাজমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্টে সূর্যবংশীর একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় মানুষকে ভোটদানে উৎসাহিত করেছে ১৪ বছরের ব্যাটার। সূর্যবংশী তার বার্তায় বলেছে, ‘‘আমি বৈভব সূর্যবংশী। আপনাদের সকলকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হল ভাল খেলা এবং আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।’
বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং জনপ্রিয়দের ব্যবহার করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তাই ১৪ বছরের সূর্যবংশীকে ব্যবহার করা হচ্ছে মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে।
