ডেস্ক রিপোর্টার,২৪ অগাষ্ট।।
            বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রবিবার ‘বুলেট’ মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও বুলেটে সওয়ার হয়েই সঙ্গী হন রাহুলের। আর সেখানেই একাধিক বার ভিড় ঠেলে রাহুলের কাছাকাছি পৌঁছে যান অনেকে। স্বল্প গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরেন কেউ, কেউ আবার তাঁকে চুম্বন করেন। এই পরিস্থিতিতে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের।
    বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। সুপ্রিম কোর্ট যদিও আধার কার্ড গ্রহণ করতে নির্দেশ দিয়েছে কমিশনকে। তার পরও বিতর্ক থামছে না। বরং বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ‘ভোটচুরি’র যে অভিযোগ এনেছেন রাহুল, সেই নিয়ে লাগাতার সুর চড়াচ্ছেন বিরোধীরা।
     এই ‘ভোটচুরি’র বিরুদ্ধেই বিহারে ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’য় নেতৃত্ব দিচ্ছেন রাহুল। রবিবার থেকে শুরু হয়েছে যাত্রা। প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়েও। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফাঁক গলে একেবারে রাহুলের কাছে চলে আসেন এক তরুণ। অতর্কিতে এই যুবক এসে পড়ায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন রাহুল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এই তরুণ রাহুলকে জড়িয়ে ধরেন এবং গালে ঠোঁট ঠেকান।
           আচমকা এমন পরিস্থিতিতে দৃশ্যতই হতভম্ব হয়ে যান রাহুল। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। এই তরুণকে ঠেলে সরিয়ে দেন তাঁরা। এক নিরাপত্তারক্ষী ওই তরুণের গালে চড় মারেন বলেও দেখা যায় ভিডিও-তে। কংগ্রেস কর্মীদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা, ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাই ছিল না এদিন। গত ১৭ অগাস্ট থেকে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল। ১৬ দিনে বিহারের ২০টি জেলায় ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর। ১ সেপ্টেম্বর পটনায় গিয়ে যাত্রা শেষ হবে। সেখানে বিরাট জনসভাও রয়েছে।
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *