ডেস্ক রিপোর্টার ,১১ সেপ্টেম্বর।।
আসন্ন বিধানসভা নির্বাচন কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে বিহার। দিন দুপুরে আততায়ীরা গুলি করে হত্যা করে লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি- র নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাই । ঘটনা পাটনার চিত্রগুপ্ত নগর থানার অন্তর্গত মুন্না চক এলাকায়।
পাটনা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কোনো একটি কাজ সেরে গাড়ি করে বাড়ির সামনে আসেন রাজকুমার রাই। গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়েছিলেন খাবার কিনতে। তখনই সামনে দাঁড়িয়ে থাকা আততায়ীরা রাজকুমারকে লক্ষ্য করে পর পর ছয়টি গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরজেডির এই নেতা।
সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় পিএমসিএইচ হাসপাতালে। যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাটনা এসপি জনিয়েছেন, সংগ্রহ করা হয়েছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ থেকে দুই আততায়ীকে সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বুলেটের ছয়টি খোলা। খুন হওয়া আরজেডি নেতা রাজকুমার রাই রাজনীতির পাসাপাশি জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
রাজ কুমারের খুনের ঘটনার পর মাঠে নেমেছে লালু প্রসাদের দল। আরজেডির বক্তব্য, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে রাজ কুমারকে। গোটা ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র।
