ডেস্ক রিপোর্টার,২৪ জুলাই।।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে শুরু হয়েছে জমজমাট রাজনীতি। ইতিমধ্যে বিহারেরে বিধানসভা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তারা নাকি অবৈধ ভোটার। এই পরিস্থিতিতে আরজেডি সহ মহাজোটের অন্যান্য দল ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। গোটা পরিস্থিতি নিয়ে মহাজোট বৈঠক করবে।
আরজেডি নেতা তেজস্বী যাদবের কথায়, গণতন্ত্রের মহাযজ্ঞে মানুষ যদি ভোট না দিতে পারে,তাহলেই নির্বাচন অর্থহীন। এই নির্বাচনের কোনো মানেই থাকে না। এতো দিন সবকিছু ছিলো ঠিকঠাক। হঠাৎ এই ছন্দ পতন কেন?
তবে নির্বাচন কমিশন দাবী করেছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনীর প্রক্রিয়া শুধু বিহারে নয়। গোটা দেশেই অবৈধ ভোটারদের খুঁজে বের করতেই এই প্রক্রিয়া চালু রাখবে কমিশন।
