ডেস্ক রিপোর্টার, ১৩ অক্টোবর।।
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঘর গুছানোর কাজ শুরু করে দিয়েছে পাহাড়ের শাসক দল তিপ্রামথা। সোমবার শহরের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রামথাতে যোগ দেয়। মথার নেতৃত্বের দাবী, বিজেপি – সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে ভোটাররা যোগ দিয়েছে প্রদ্যুৎ কিশোরের দলে। এদিন রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত যোগদান সভায় উপস্থিত ছিলেন খোদ প্রদ্যুৎ কিশোর। তিনি নবাগতদের দলে স্বাগত জানিয়েছেন। এই মঞ্চে তিপ্রামথার সমস্ত নেতারাই ছিলেন। তিপ্রামথার এই যোগদান সভা নিঃসন্দেহে রাজ্যের শাসক দল বিজেপি ও বিরোধী দল সিপিআইএমের মাথায় যে ভাঁজ পড়বে তা বলার অপেক্ষা রাখেনা।
