স্পোর্টস ডেস্ক, ১৬ জুলাই।।
টাউন ক্লাবকে গোলের মালা পরিয়ে সেমিফাইনালে উঠলো তারকা খচিত ব্লাড মাউথ ক্লাব। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কমলা কালো দল খেলবে ত্রিবেণী সংঘের বিরুদ্ধে। ১৯ জুলাই হবে আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি । রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বুধবার আসরের শেষ কোয়ার্টার ফাইনালে টাউন ক্লাবকে আধ ডজন গোলে পরাজিত করলো কমলা-কালো ব্রিগেট। দীর্ঘ বেশ কয়েক বছর পর এবার বড় মাপের দল গড়লো ব্লাড মাউথ। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বজায় রাখেন ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। হয়তোবা আসরের প্রথম ম্যাচ বলেই মাঝেমধ্যে কিছুটা ছন্নছাড়া লক্ষ্য করা গিয়েছিল। তবে পরের ম্যাচগুলিতে দল অন্যরূপে থাকবে দৃঢ়তার সঙ্গে একথা জানান কোচ কর্ণেন্দু দেববর্মা। দলীয় ফুটবলারদের গতি, দক্ষতা এবং শক্তি- তিন বিভাগে যথেষ্ট বেলেন্সড। শুরু থেকে ম্যাচে আধিপত্য বজায় রাখেন ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের প্রথম মিনিটেই মিলন সিংয়ের ধ্রু চেরা শট টাউনের রক্ষণভাগের চিড় ধারায়। প্রথম গোল পেতে ব্লাড মাউথকে অপেক্ষা করতে হয় মাত্র তিন মিনিট। শুরুতেই অ্যাটাকে গিয়ে বিপক্ষে জাল নাড়িয়ে দেন মিলন সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ২১ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন মিলন। প্রথমার্ধের ইনজুরি টাইম ে আফদাল। ম্যাচের ৫৪ এবং ৬৯ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিকসহ চারটি গোল করেন মিলন সিং। ৭৯ মিনিটে শেষবার টাউনের জাল নাড়িয়ে দেন নঙ্গম। এক সময় ম্যাচটি চড়া মেজাজে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণে রাখতে রেফারির দিনেশ শাহ দুজনের চারজনকে হলুদ কার্ড দেখিয়েছেন।
