ডেস্ক রিপোর্টার ,২৮ অগাষ্ট।।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে।আর তার আগেই প্ৰাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল বিএনপি।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে চাপের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনে রাজি হয়েছে।এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন,
” নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।”
সম্প্রতি বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়।একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে, কিন্তু সেটা ভোলা সম্ভব নয়।’ বিএনপির মহাসচিব বলেন , গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সরকারের ভিতরে একটা মহল সচেতনভাবে চেষ্টা করছে।
