
ডেস্ক রিপোর্টার, ৩০মার্চ।।
পবিত্র বিধানসভায় বসে মোবাইলে নীল ছবি দেখছিলেন বিজেপি বিধায়ক যাদব লাল নাথ। এই ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির বিধায়িক যাদব লাল নাথের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে সরব বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা ও তার দল তিপ্রামথা। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একথা বলেন।বিজেপি বিধায়ক যাদব লালের নীল ছবি দেখার ঘটনার তীব্র নিন্দা করেছে তিপ্রামথা। একইসঙ্গে যাদব লাল নাথের উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন।
যাদব লাল নাথের ঘটনার দৃষ্টান্ত টেনে অনিমেষ দেববর্মা বলেন, ২০১২ সালে কর্নাটকের বিধায়ক লক্ষণ সবারী পবিত্র বিধানসভায় বসে পর্নো ছবি দেখছিলেন। এই ঘটনা জানাজানি হতেই লক্ষণ নিজেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিল। এবং তিনি স্বীকার করেছিলেন নিজের ভুল।পরবর্তী সময়ে লক্ষণ সবারী হয়েছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী
বিজেপি বিধায়ক যাদব লাল নাথের পর্নো ছবি দেখার প্রসঙ্গ টেনে অনিমেষ দেববর্মা বলেন, গুজরাট বিধানসভায়ও শঙ্কর চৌধুরী সহ আরো এক বিধায়ক নীল ছবি দেখছিলেন । শেষ পর্যন্ত এই অপরাধের কারণে তাদেরকেও বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। উড়িষ্যতেও নব কিশোর দাস নামে এক কংগ্রেস বিধায়ক একই কাজ করেছিলেন। তাকেও বিধানসভার অধ্যক্ষ বরখাস্ত করেছিলেন। এখন বিধায়ক যাদব লাল ইসুতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী এবং শাসকদল বিজেপি কি পদক্ষেপ নেয় এটাই এখন দেখার বিষয়। যদি যাদব লালের বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয় হয়, তাহলে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে তিপ্রামথা। অন্যথায় আন্দোলনে নামতেও কার্পণ্য করবেনা তার দল। বিরোধী দলনেতা ঠিক এই ভাষায় স্মার্টভাবে যাদব ইস্যুতে শাসক দল বিজেপিকে বার্তা দিয়েছেন।

বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, একটি নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটু মন্তব্য করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে। কোন অংশেই ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদব লাল নাথের অপরাধ কম নয়।পবিত্র বিধানসভায় নীল ছবি দেখার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা বিজেপির ইমেজ ধাক্কা দিয়েছেন যাদব।
এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তীব্র কটাক্ষ করেন রাজ্য মন্ত্রিসভার সিনিয়র সদস্য তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে। সম্প্রতি রতনলাল নাথ রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে উদ্দেশ্য করে বলেছিলেন, “সুদীপ ইংরেজি ভালই জানেন। কিন্তু অংকে কাঁচা। সুদীপকে যাদব লাল নাথের কাছে অংক শেখার জন্য পরামর্শ দিয়েছিলেন রতনলাল নাথ। রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা কটাক্ষ করে প্রশ্ন তুলেন , “এটা যাদবের কোন অংক। এটা বীজগণিত না পাটিগণিত না জ্যামিতি। অনিমেষের বক্তব্য ছিল তাহলে কি বিজেপির বিধায়ক নীল ছবির অঙ্কে বিশারদ?
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিধানসভার অধ্যক্ষের প্রতি আবেদন জানিয়েছেন বলেন, বিধায়ক যাদব লাল নাথ যে চেয়ারে বসে ছিলেন, সেই চেয়ারটিকে গঙ্গার জল দিয়ে পরিশুদ্ধ করে, পুনরায় পবিত্র বিধানসভায় নেওয়ার জন্য।