ডেস্ক রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি।।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের রাজনৈতিক মুকুটে যুক্ত হলো আরো এক নতুন পালক।পেলেন আরো এক নতুন দায়িত্ব।ভারতীয় সংসদের সংসদীয় কমিটির চেয়াম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে বিপ্লব কুমার দেবকে। এটা নিঃসন্দেহে ত্রিপুরার জন্যও গর্বের। এর আগে রাজ্যের কোনো সাংসদ সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান নি। বিপ্লব কুমার দেবই প্রথম। সংসদীয় কমিটির মোট সদস্য সংখ্যা ১৫জন । বিপ্লব কুমার দেবের এই নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়তেই তার অনুগামীদের মধ্যে খুশির হাওয়া।অনুগামীদের শুভেচ্ছা বার্তায় বইছেন বিপ্লব কুমার দেব।
