ডেস্ক রিপোর্টার,১৭ অক্টোবর।।

                ভারতকে বারবার পাশে চাইছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান! ওয়াকার ভাল করেই জানেন ভারতের সাহায্য ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক – কূটনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান সম্ভব নয়। এটা অবশ্যই বুঝতে চাইছে না অবৈধভাবে বাংলাদেশের মসনদে বসা ইউনূস সরকার। কিন্তু শেখ হাসিনাপন্থী সেনা প্রধান ওয়াকার ভারতের উপর ভরসা রাখছেন।বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়াকার – উজ-জামান ভারতের( পশ্চিম বাংলার সীমান্তে)  চিকেন নেক সংলগ্ন ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরে ছুটে আসেন।


সঙ্গে ছিলো তিনটি হেলিকপ্টারের বহর। সেখানে কিছুক্ষণ সময় তিনি কথাবার্তা বলেন বাংলাদেশের সেনা আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলো বিজিবি’র আধিকারিক সহ জিডিএফআই – র পদস্থ কর্মকর্তারা। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরে বৈঠক শেষ করে তিনি চলে যান সৈয়দপুর বিমানবন্দরে। কেন তিনি ভারতের পশ্চিম বাংলার সীমান্তে থাকা চিকেন নেক সংলগ্ন ঠাকুরগাঁওয়ের এলেন? অবশ্যই তার চুলচেরা বিশ্লেষণ করতে ব্যস্ত হয়ে উঠেছেন বাংলাদেশের মো: ইউনূস নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *