ডেস্ক রিপোর্টার,২৬ অগাষ্ট।।
ফের রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ র (ইডি)দফাওয়ারি হানা। এক জোটে রাজ্যের চার জায়গায় অভিযান চালায় ইডি।শহরের ওএনজিসি এলাকার কাঞ্চনপল্লীর বাসিন্দা পরিতোষ ভৌমিক, ক্যাম্পের বাজারের স্বরূপ বণিক, খয়েরপুরের এক ব্যক্তি ও ও নলছড়ের হারাধন বৈদ্যর বাড়িতে অভিযান চালায় এই কেন্দ্রিয় সংস্থা।মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অভিযান। এই অভিযান চলাকালীন সংশ্লিষ্ট লোকজনের বাড়িঘর থেকে নানান অবৈধ ব্যবসা সংক্রান্ত নথিপত্র উদ্ধার করে। এই সমস্ত ব্যবসার সঙ্গে অভিযুক্তরা জড়িত। ইডি অভিযানে নেমে জমি বাণিজ্যের বড় র্যাকেটের হদিশ পায়। মূলত জমি বাণিজ্য ও মাদক সিন্ডিকেটের কুশীলবদের জালে তুলেতেই ইডি পূর্ব পরিকল্পিত ভাবে এই অভিযানের ব্লু প্রিন্ট তৈরি করেছিল।( আসছে বিস্তারত)