ডেস্ক রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি।।
চলন্ত রেলের সামনে যুবকের মরণ ঝাঁপ। মৃত্যু সঙ্গে সঙ্গেই। ঘটনাস্থল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি রেল স্টেশন এলাকায়।শনিবার সন্ধ্যা রাতে এই ঘটনায় স্তম্ভিত উপস্থিত লোকজন। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়ার জিআরপি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। রুজু করে একটি মামলা।এবং শুরু করেছে তদন্ত। খবর লেখা পর্যন্ত মৃত যুবকের নাম জানা যায় নি। কেন সে আত্মহত্যা করেছে? তার কারণও জানতে পারে নি পুলিশ।
