২৬/১১ মুম্বই হামলার মূল মাস্টার মাইন্ড তাহাব্বুর রানাকে আমেরিকা থেকে নিয়ে আসা হলো ভারতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনআইএ- র বিশেষ বিমানে তাকে ভারতে আনা হয়েছে।দিল্লিতে আনার পর রানাকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাকে হাজির করানো হয় পাতিয়ালা হাউস কোর্টে। সন্ত্রাসী রানাকে রাখা হবে তিহাড় জেলে। তার ভারত আগমনে জোরদার করা হয়েছে দেশের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা।