স্পোর্টস ডেস্ক, ১৬ জুলাই।।
২০২৮ সালে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞ অলিম্পিকের আসর। এই আসরে দর্শকদের মন মাতাবে “ক্রিকেট”। সুদীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে এন্ট্রি নেবে ২২ গজে ব্যাট – বলের লড়াইয়ের এই খেলা।গত এপ্রিলেই এই খবর জানিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। ২৮- র ১৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকের আসর চলবে ৩০ জুলাই পর্যন্ত।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, আসরের সব খেলা লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হলেও ক্রিকেট হবে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমেনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। মূল অলিম্পিকের শুরুর দুইদিন আগে থেকেই শুরু হয়ে যাবে ব্যাট – বলের লড়াই।লস অ্যাঞ্জেলসের অলিম্পিক আসরে বিশ্ব ক্রিকেটর ছয়টি দেশ অংশ নেবে। খেলা হবে টি – ২০ ফরম্যাটে। এবং পুরুষ – মহিলা উভয় বিভাগেই।
প্রসঙ্গত গ্রেটেস্ট শো অন আর্থ’তে শেষবার ক্রিকেট যুক্ত হয়েছিল ১৯০০ সালে। এই আসরে অংশ নিয়েছিলো বিশ্বের দুই দেশ গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। ম্যাচ হয়েছিল দুইটি। উভয় ম্যাচেই জয় পেয়েছিলো গ্রেট ব্রিটেন। স্বাভাবিক ভাবেই গ্রেট ব্রিটেন দখল করেছিলো সোনা।
