ডেস্ক রিপোর্টার, ৩রা মার্চ।।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। মঙ্গলবার এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উত্তেজনা অন্তহীন।
সেমিফাইনালে যোগ্যতা অর্জন করা চারটি দলের মধ্যে পয়েন্টের তালিকায় প্রথম ভারত রোহিতের দলকে হারতে হয়নি কোনো ম্যাচ। তবে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কোন ম্যাচ হারতে হয়নি ।কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল তাদের দুটি ম্যাচ। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে অপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে প্রতিপক্ষ যেহেতু অস্ট্রেলিয়া তাই ভাবনা চিন্তার কারণ তো থাকবেই।২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ভারত ঘরের মাঠে ফাইনালে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। সে হারের ক্ষত এখনও শুকায়নি রোহিত শর্মার দলের। তাই প্রতিশোধ নেওয়া ছাড়া কিছু ভাবছে না ভারতীয় দল। এটাই স্বাভাবিক।
ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া ২২ গোজে ভারতকে ছেড়ে কথা বলবেনা। পরিসংখ্যান অনুযায়ী আইসিসির টুর্নামেন্ট গুলিতে অধিকাংশ সময় অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসরে ভারতের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।
