কৈলাসহর ডেস্ক, ২৫ অগাষ্ট।।

          রেগা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের কাজের দাবী সহ মোট চার দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক  তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করেছে। পঁচিশ আগস্ট সোমবার দুপুরে ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর বিভাগীয় কমিটির পাঁচজনের এক প্রতিনিধি দল জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়েদ আলী বাদশা, নারী নেত্রী হাসনা বেগম, দলের কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক এস এম আলী, পার্টি নেতা সোনাই মিয়া, আবুল হোসেন। ডেপুটেশন প্রদান শেষে দলের রাজ্য কমিটির সদস্য সায়েদ আলী বাদশা জানান যে, আসন্ন দূর্গা পুজা উপলক্ষে কৈলাসহরের গৌরনগর এবং চন্ডীপুর ব্লকের অধীনস্হ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রেগা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। তাছাড়া দূর্গা পুজা উপলক্ষে প্রত্যেক রেগা শ্রমিকদের নূন্যতম পনেরো দিনের কাজ বরাদ্দ করতে হবে। কৈলাসহরের লক্ষীছড়া ব্রীজ থেকে শহরের শ্মশানঘাট অব্দি ছড়ার দুইপাশের বাঁধের উপর কয়েক মাস পূর্বে বন্যা নিয়ন্ত্রনের জন্য মাটি ভরাট করা হয়েছিলো কিন্তু অতি বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বাঁধের উপর রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে। তাই অবিলম্বে বাঁধ সংস্কার করে ইট সলিং করে চলাচলের স্থায়ী ব্যবস্থা করতে হবে। কৈলাসহর-ধর্মনগরের রাস্তায় অতিরিক্ত যানজট এবং দুর্ঘটনা নিরসনে কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের সম্মুখে এবং চিরাকুটি ট্রাই জংশন এলাকায় স্থায়ী ট্রাফিক পয়েন্ট স্থাপন করে ট্রাফিক নিয়োগ করতে হবে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্হ টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের সফরিকান্দি গ্রামের আফরুজ আলীর বাড়ি হইতে কালেরকান্দি গ্রামের আব্দুল মতলিবের বাড়ি অব্দি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও জঙ্গল জমে যাওয়ায় প্রায় এক হাজার একক জমিতে বৃষ্টির জল জমে থাকায় স্থানীয় কৃষকরা জমিতে কৃষি কাজ করতে পারছে না। অবিলম্বে কৃষকদের স্বার্থে ময়লা আবর্জনা ও জঙ্গল পরিস্কার করে জমিকে কৃষিযোগ্য করে তোলতে হবে। মূলত এই চার দফা দাবিতেই ডেপুটেশন প্রদান করা হয়েছে। জেলাশাসক  তমাল মজুমদার দাবীগুলোর প্রতি সহমত পোষণ করেছেন এবং দাবী গুলো বাস্তবায়নের জন্য খুব শীঘ্রই উদ্যোগ গ্রহন না করা হলে দলের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান সায়েদ আলী বাদশা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *