ডেস্ক রিপোর্টার, ৩০ সেপ্টেম্বর।
কুমারী মা’কে পূজনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে শুরু হয়েছে অষ্টমী পূজা। শহরের ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনেও প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে কুমারী মায়ের পূজা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যের আরো কিছু জায়গাতেও অনুষ্ঠিত হয়েছে কুমারী মায়ের পূজা। অষ্টমীর সকালে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিলো শহরের দুর্গা বাড়িতে। শহরের বিভিন্ন পূজা মন্ডপেও ভিড় জমায় দর্শনার্থীরা।
অষ্টমীর সন্ধ্যা থেকেই রাজপথ দখল নিয়েছে মানুষ। দূর দূরান্ত থেকে মানুষ আসছে আগরতলায় পূজা দেখতে। রাত বিরাতেই শহরের পূজা মন্ডপ গুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শক্ত হাতে নিরাপত্তা ব্যবস্থা দেখাশুনা করছে পুলিশ। তবে পুলিশের নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটেছে।
রাজধানীর সঙ্গে পালা দিয়ে বিভিন্ন জেলা ও মহকুমা সদরেও বড় বাজেটের পূজা মন্ডপে চলছে মায়ের আরাধনা। ধর্মনগর, কৈলাসহর থেকে শুরু করে সাব্রুম, বিলোনিয়া সব জায়গাতেই বড় বাজেটের পুজো হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপেই ভিড়।
রাজ্যের এডিসি এলাকাগুলিতেও পুজো হচ্ছে নির্বিঘ্নে।
