চুরাইবাড়ি ডেস্ক ,২ অক্টোবর ।।
বিজয়ার বিষাদ সুরে দেবীকে বিদায় ধর্মনগরে।শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি লগ্নে প্রতি বছরের মতোই আজ দশমীর দিনে অনুষ্ঠিত হলো সিঁদুর খেলা ও মহিলাদের মিলন উৎসব। সকাল থেকে মুষলধর বৃষ্টির জন্য মহিলারা ঘর থেকে বেরোতে পারেননি। এরপরও মহিলাদের মধ্যে উৎসাহের খামতি ছিল না বিন্দুমাত্র। পরে বৃষ্টিকে উপেক্ষা করে মণ্ডপে মন্ডপে ভিড় জমতে থাকে মহিলাদের। পূজার্চনা শেষে দেবীর মুখে সিঁদুর পরিয়ে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। আনন্দ-উৎসবের এই মুহূর্তে লাল রঙে রঙিন হয়ে ওঠে চারিদিক।হাসি-আনন্দ আর আবেগে ভরপুর এই সিঁদুর খেলাকে ঘিরে মণ্ডপে ছিল ভিন্ন আবহ। দেবীর বিসর্জনের আগে মহিলাদের অংশগ্রহণে এই আচার হয়ে ওঠে চিরাচরিত ও মিলনমেলায়। ধর্মনগরের বিভিন্ন পূজা মণ্ডপে হাজার হাজার দর্শনার্থী প্রত্যক্ষ করেন এই বিষাদের দৃশ্য।স্থানীয়রা জানিয়েছেন, সিঁদুর খেলা শুধু আনন্দ নয়, এটি বাঙালি হিন্দু নারীদের কাছে একতা, ভালোবাসা ও আগামী দিনের শুভ কামনারও প্রতীক। এতে বাঙালি জাতি সমস্ত বছর অপেক্ষা করে মা দুর্গার আগমনের আগ পর্যন্ত। যা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত।
