ডেস্ক রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি।।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবার রাজ্যে উদ্বোধন হলো ৭৩ তম বি.এন মল্লিক মেমোরিয়াল সর্বভারতীয় পুলিশ ফুটবল টুর্নামেন্ট। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের মাটিতে। প্রথম বারের মতো এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পুরুষ – মহিলা উভয় বিভাগের খেলা হয়ে এই ফুটবল আসরে।রাজ্যের ৩টি জেলার ৫টি স্থানে ১২ দিন ব্যাপী চলবে পুলিশ ফুটবলের এই মেগা আসর। গোটা দেশ থেকে বিভিন্ন প্রদেশের মোট ৪৬টি দল(পুরুষ – মহিলা) এই মেগা আসরে অংশ নিয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে মোট ১৪০০জন ফুটবলার অংশ নিয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী সর্ব ভারতীয় পুলিশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বলেন, ” রাজ্যের ক্রীড়া ইতিহাসে এক স্বর্ণিম অধ্যায় সংযুক্ত করছে দেড়শতাব্দী প্রাচীন ত্রিপুরা পুলিশ।” রাজ্য পুলিশের পৃষ্ঠ পোষকতায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টকে সফল করে তুলতে আরক্ষা প্রশাসন সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
