ডেস্ক রিপোর্টার, ১১ মে।।
ভারত – পাকিস্তান যুদ্ধের আবহে মৃত্যু হলো পাকিস্তানের জেল বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের আদিয়াল কারাগারে তাঁকে খুন করা হয়েছে।অভিযোগ পাক গুপ্তচর সংস্থা আইএসআই ইমরান খানকে জেলার মধ্যে বিষ খাইয়ে হত্যা করেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ভাইরাল। তবে পাকিস্তানের মিডিয়ার দাবী, এটা ভুয়ো খবর।ইমরান খানের মৃত্যু হয় নি।তিনি সম্পূর্ণ সুস্থ ভাবে দিন কাটাচ্ছে কারা অন্দরে।
পাকিস্তানী মিডিয়ার দাবী, ভারত ইচ্ছাকৃত ভাবে পরিকল্পনা করে এই খবর ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে। এটাও বাস্তব ইমরান খান জীবিত না মৃত তা নিয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেয় নি।এখানেই তীব্র হচ্ছে ঘোর সন্দেহ।
প্রসঙ্গত ইমরান খান ছিলেন পাকিস্তানের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। তাঁর হাত ধরেই ১৯৯২ সালে বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
#Pakistan #former#prime# minister# imran Khan#JM
