ডেস্ক রিপোর্টার, ১৯ জুলাই।।
                   দরজায় কড়া বিহারের বিধানসভা নির্বাচন। শুরু হয়েছে নেতাদের বাকযুদ্ধ। সম্প্রতি বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি কোনো রাগ ঢাক না করেই বলেছেন, “তেজস্বী যাদব তার বাবার শাসনব্যবস্থা ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, যা ছিল তালিবান-ধাঁচের শাসন। বিহারের মানুষ সেই তালিবানী শাসনের প্রত্যাবর্তন হতে দেবে না। এই শাসন ২০০৫ সালে শেষ হয়ে গিয়েছে।”
      গিরিরাজ বলেন, বিহারের বিভিন্ন খুনের মামলার ফাইল ওপেন হলেই চুপসে যাবে তেজস্বী ও তাঁর বাবা লালু।তাদের বিরুদ্ধে এখনো বহু কেলেঙ্কারির মামলা চলছে আদালতে। তাই তেজস্বীকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়েছেন গিরিরাজ।তিনি বলেন, সম্প্রতি বিহারের আইন শৃঙ্খলা খারাপ করার জন্য চেষ্টা করছে লালু প্রসাদের গুন্ডারা। লালুর বেশ কয়েকজন ঘনিষ্ঠ লোকজনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *